পুলিশের হস্তক্ষেপে স্বামীর বাড়িতে ফিরলেন নির্যাতিতা নারী

রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় এক ধনাঢ্য পরিবারে বিয়ে হয় এক নারীর। বিয়ের পর থেকেই নানা ধরনের অজুহাতে তার স্বামী অপমান অপদস্থ করে আসছিল তাকে। স্বামী প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করতো। দীর্ঘদিন নানা অপমান ও নিপীড়ন সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছিলেন সেই নারী। তাদের সংসারের ৯ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কিছুদিন আগে সন্তানসহ বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে সন্তান নিয়ে ভাইয়ের বাসায় আশ্রয় নেন সেই ভুক্তভোগী নারী।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের ফেসবুক পেইজে এমনই  অভিযোগ করে এক নারী বলেন, তিনি কোনওভাবেই তার স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে কোনও মামলা করতে রাজি নন। তিনি সংসার করতে চান সম্মানের সঙ্গে সন্তানকে নিয়ে স্বামীর সাথে থাকতে চান।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বুধবার (৯ জুন) বিকালে বলেন, এমন অভিযোগ পেয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদকে নির্দেশনা দেওয়া হয়। সেই নারীকে পুলিশের সহায়তায় শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্বামীকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, তার স্ত্রীর কাছ থেকে পুনরায় কোনও অভিযোগ এলে তাকে কঠিন আইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এছাড়া নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য পুলিশ তার পাশে প্রবলভাবে থাকবে বলে সেই নারীর স্বামী ও তার পরিবারকে সর্তক করা হয়।