ঢাকা মেডিক্যাল থেকে আরও ৫ দালাল আটক

আজ সকালে র‍্যাবের অভিযানে ২৪ দালাল আটকের ঘটনার পর বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৫ দালালকে আটক করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) বিকালে পরিচালিত এ অভিযানে আটক দালালের ৫ জনই নারী। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, শাহনাজ আক্তার (৩১), তাসলিমা বেগম (৪০), তাসলিমা আক্তার (৩০), ইয়াসমিন আক্তার (৩০) ও সাথী আক্তার (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

শাহবাগ থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালের কর্মকর্তারা পাঁচ নারী দালালকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করবে বলেও জানান তিনি। 

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দালালমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। হাসপাতালের পরিবেশ যেন ব্যাহত না হয় সে ব্যাপারে আমরা মনিটরিং করছি।

এর আগে, বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় তিনি বলেন, সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে চিকিৎসা সেবা ব্যাহত করার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।