১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (১৩ জুন) যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এ রিট দায়ের করেন।

রিট আবেদনে খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনকে কেন্দ্র করে রাজনীতিতে পক্ষে-বিপক্ষে অবস্থান করছে বিএনপি ও আওয়ামী লীগ।