দুর্নীতি মামলায় জামিন পেলেন বরিশালের সাবেক মেয়র কামাল

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকা অবস্থায় জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী রুহুল কুদ্দুস ও সানজীদ সিদ্দিকী। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফারহান।

এর আগে ২০১০ সালের ১১ অক্টোবর মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাসেদ।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুন পর্যন্ত প্রতারণার মাধ্যমে আসামিরা ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেছেন। ওই সময় আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার চেয়ারম্যান ছিলেন। পরবর্তীকালে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।

ওই মামলায় ২০২০ সালের ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় বিশেষ জজ মো. মহসিনুল হক রায় ঘোষণা করেন। রায়ে সাবেক মেয়র আহসান হাবিব কামালসহ ৫ জনকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একইসঙ্গে কামালসহ অপর এক আসামিকে এক কোটি টাকা করে আর্থিক জরিমানাও করা হয়। ওই রায়ের পর গত ডিসেম্বরে আহসান হাবিব কামাল খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন এবং জামিন আবেদন করেন। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিনের আদেশ দিলেন।