বিদেশগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি দেখতে বললেন হাইকোর্ট

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিতে সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি দেখতে বলেছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলতে বলেছেন আদালত। পাশাপাশি একই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া আইনজীবীকে স্বাস্থ্য অধিদপ্তরে একটি আবেদন দিতে বলেছেন আদালত।

এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৪ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।  

পরে আইনজীবী শেখ মো. জাহাঙ্গীর আলম বলেন, উচ্চশিক্ষার জন্য একজন শিক্ষার্থী কানাডায় যেতে চান। আগামী সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হবে। বিদেশ যাওয়ার শর্ত হলো‑ দুই ডোজ টিকা সম্পন্ন করে ১৪ দিন নিজ দেশে থাকতে হবে। পরে সে ব্যক্তি বিদেশ যেতে পারবেন। এখন টিকার জন্য সুরক্ষা অ্যাপে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য কোন অপশন নেই। এদিকে সময়ও প্রায় শেষ। আগস্টের ১৫ তারিখের মধ্যে তাকে বিদেশ যেতে হবে। তাই বিদেশগামী শিক্ষার্থীদের পক্ষে সুরক্ষা অ্যাপে অপশন ও টিকায় অগ্রাধিকার চেয়ে জনস্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হই।