ভিডিও ফাঁসের পর স্কুলছাত্রীর আত্মহত‌্যার মামলায় প্রতিবেদন ১৬ আগস্ট

প্রেমের ফাঁদে ফেলে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ফাঁস করায় রাজধানীতে ঊর্মি আক্তার নামে এক কিশোরীর আত্মহত‌্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত মামলার এজাহার গ্রহণ করেন। এরপর মামলাটি সবুজবাগ থানার এসআই লিটন মিয়াকে তদন্ত করে আগামী ১৬ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে সোমবার (৫ জুলাই) সকালে রাজধানীর সবুজবাগ থাকায় আত্মহত‌্যার প্ররোচনা ও ডিজিটাল আইনে ঊর্মির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ঊর্মি রাজধানীর উত্তর বাসাবোতে তার মামার বাসায় থেকে পড়াশোনা করতো। একই এলাকার ফাহিম নামে একটি ছেলে তাকে প্রেমের ফাঁদে ফেলে অশলীল চিত্র ধারণ করে। ফাহিম ও শামীম নামে আরেকটি ছেলে ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে আসছিল। বেশ কয়েকবার তার কাছ থেকে টাকাও নিয়েছে। এরপরও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ওই ভিডিও ছেড়ে দেয়। এ ঘটনায় ঊর্মির মা তাকে বকাবকি করে। পরে রবিবার (৪ জুলাই) রাতে সে গলায় ফাঁস দেয়। তারপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দুই বোনের মধ্যে সে ছিল বড়।