ম্যাজিক মাশরুম মাদকসহ গ্রেফতার দুইজন রিমান্ডে

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’সহ গ্রেফতার দুই জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন— নাগিব হাসান অর্ণব ও তাইফুর রশিদ জাহিদ।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) রাতে র‌্যাব-১০ এর একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মাদক ‘ম্যাজিক মাশরুমের’ ৫টি বারে ১২০টি স্লাইস ও ২ বোতল মদ জব্দ করা হয়।

র‌্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন বলেন, এই মাদকের কারণে সেবনকারী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি একটি হ্যালোসিনেশন ড্রাগ।’

তিনি বলেন, ‘একইসঙ্গে মাদকটি গ্রহণের কারণে অনিদ্রা, ক্ষুধামন্দাসহ নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে এটি বিক্রি করতো।

তিনি আরও বলেন, ‘‘ গ্রেফতার অর্ণব গত মে মাসে কানাডা থেকে ‘ম্যাজিক মাশরুমের’ ৩০টি বার দেশে নিয়ে আসে। পরে এটা বিক্রি করে।’’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, এ ভয়ংকর মাদকের এক-একটি বার ২৫ হাজার টাকা  করে বিক্রি করা হতো।’