ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ছিনতাই, আটক ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার নিমসার এলাকায় চালককে পিটিয়ে মঙ্গলবার (২০ জুলাই) সকালে একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জেলার পালকি সিনেমা হলের কাছে ব্যারিকেড দিয়ে একজন ছিনতাইকারীকে আটক করেছে। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

পুলিশ জানায়, তিন-চার জন অজ্ঞাতনামা লোক কাভার্ডভ্যানের কাছে এসে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। চালকের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‌‌‘ছিনতাইয়ের সময় কাভার্ডভ্যান চালকের চিৎকার শুনে পাশে থাকা হাইওয়ে পুলিশের একটি টিম বিষয়টি জানতে পারে। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের তৎপরতায় ছিনতাইকারীকে আটক করা হয়।  নগদ ৪ হাজার ৫০০ টাকা, ইনটেল মোবাইল ফোন, খেলনা পুতুল, শ্যাম্পু, খেলনা গাড়ি উদ্ধার করে চালককে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে রাস্তায় যানবাহন ও জনসমাগম বেড়ে যায়। এতে একটি চক্র অপতৎপরতায় লিপ্ত হয়ে পড়ে। হাইওয়ে পুলিশের তৎপরতায় এবার ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি চক্রকে গ্রেফতার করতে সক্ষম হই আমরা। হাইওয়েতে যেকোনও ধরনের অপতৎপরতা রোধে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’