স্ত্রীর মামলায় এএসপি সাসপেন্ড

স্ত্রীর দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লিয়াকত আকবর। সাময়িক বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সই করা এক প্রজ্ঞাপনে সোমবার (২৬ জুলাই) তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে গত ১৮ জুলাই সই করেন সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। এটা প্রকাশ করা হয় সোমবার (২৬ জুলাই)।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজারের ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের (বিপি-৯১১৭১৯৫১৬১) বিরুদ্ধে তার স্ত্রী ফারহানা আক্রার বাদী হয়ে পিটিশন মোকদ্দমা (নং-৭১/২০২০) দায়ের করেন। এ মামলায় গত বছরের (২০২০) ১৯ ডিসেম্বর লিয়াকত আদালতে আত্মসমর্পণ করে জামিনে রয়েছেন। তাই মো. লিয়াকত আকবরকে বি.এস.আর. পার্ট-১ এর বিধি-৭৩ এর নোট-১ ও নোট-২ অনুযায়ী, ২০২০ সালের ১৯ নভেম্বর হতে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।