৩ দিনের রিমান্ডে মডেল মৌ

রাজধানীর বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুনিয়া আত্মহত্যাকাণ্ডে আলোচনায় আসা ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী আরেক মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মাদকের মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার( ২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মোহাম্মদপুর থানায় মাদকের মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাজহারুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন‌। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীর রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, রবিবার (১ আগস্ট) রাতে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে আলোচিত ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

উল্লেখ্য, মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডের ওই বাসার নিচতলায় থাকতেন মৌ। বাসার ভেতরে ড্রয়িং রুমের পাশেই একটি মিনি বার দেখা গেছে। বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ওই বেডরুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।