ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ব্যাংক এশিয়ার চট্টগ্রামের দুই কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতারণা করে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আসামিরা হলেন— ব্যাংক এশিয়া  চট্টগ্রামের ডবলমুরিং শাখার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী (৩৮), ফাস্ট অ্যাসিস্ট্যান্ট

ভাইস প্রেসিডেন্ট ইফতেখার উদ্দিন আহমেদ (৪৭), পিঅ্যান্ড আর ট্রেডার্সের  মালিক ইসলাম

উদ্দিন জাহান আনসারী (৪০), রিজমেরিন এন্টারপ্রাইজের  মালিক এমদাদুল হাসান (৫৯) এবং উন-সেভেন সিজ বিডির মালিক তারেকুজ্জামান (২৮)।

বুধবার (৪ আগস্ট) দুনীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফজলুল বারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ২০১৯ সালের  ১৬ জুন থেকে ২০২১ সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত ১২২টি লেনদেনের মাধ্যমে এক্সপোর্ট প্রোসিডস, রেমিটেন্স, ফরেন ব্যাংক গ্যারান্টি কনফার্মেশন চার্জ, অব্যবহৃত ফরেন ব্যাংক গ্যারান্টি ক্লেইম সেটলমেন্ট, এলসি পেমেন্টের অতিরিক্ত অর্থ ও এফসি ডরম্যান্ট অ্যাকাউন্টের মোট ১১ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৪২১ টাকা আত্মস্ৎ করেছেন। তারা এই টাকা প্রকৃত বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে স্থানান্তর না করে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে তাদের সুবিধা/মর্জিমাফিক ৩টি হিসাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক নিয়মবহির্ভূতভাবে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তরের মাধ্যমে আত্মসাত করেছেন।

দুদক জানায়, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং

১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনে  অভিযোগ আনা হয়েছে।