‘পরীমণির বাসায় এ পরিমাণ মদ ছিল না’

পরীমণির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে উল্লেখ করে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভি রিমান্ড শুনানিতে বলেন, যে পরিমাণ মদ তার বাসায় ছিল বলা হচ্ছে তত পরিমাণ ছিল না। তারপরেই তিনি বলেন, তার বাসা থেকে কোনও মদ পাওয়া যায়নি। সে একটা চক্রান্তের শিকার।

বৃহস্পতিবার পরীমণিসহ চারজনকে আদালতে নিয়ে সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানিতে পরীমণির পক্ষে বক্তব্য দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভি।

তিনি বলেন, তার ক্যারিয়ার নষ্টের জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করা হয়েছে। এরকম স্বনামধন্য নায়িকাকে রিমান্ডে নিয়ে সম্মানহানি না করে জামিনের প্রার্থনা করেন আইনজীবী। তিনি শুনানিতে বলেন, তার স্থায়ী ঠিকানা রয়েছে। তাকে যেকোনও জায়গায় যেকোনও সময় পাওয়া যাবে।

উল্লেখ্য, চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুইজন হলো, মো. আশরাফুল ইসলাম দিপু ও মো. সবুজ আলী।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত রিমান্ডের আদেশ দেন।