পাত্র সেজে ব্ল্যাকমেইল করতো অনুপ

ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ ও পর্নোগ্রাফির অভিযোগে অনুপ পোদ্দার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

সোমবার (১৩ সেপ্টেম্বর) র‌্যাব-৪ এর সাইবার সেলের একটি দল রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফেন্ট রোডে অভিযান চালিয়ে অনুপ পোদ্দার ওরফে মনির খান ওরফে হারুনকে (৪১) গ্রেফতার করে। তার বাড়ি টাঙ্গাইল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনুপ পোদ্দার বিবাহিত ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপত্নীক ও মুসলিম সেজে, ভুয়া ঠিকানা ও অন্যের ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে বিভিন্ন ম্যাচ মেকিং সাইট থেকে বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের টার্গেট করতো সে। এরপর সম্পর্কের গভীরতা বাড়লে বিয়ের প্রলোভন দেখিয়ে আদায় করতো আপত্তিকর ছবি। গোপনে ভিডিও ধারণও করতো। এরপর শুরু করতো ব্ল্যাকমেইল। ভিকটিমকে বিভিন্ন হোটেলে দেখা করার কথা বলে অনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলতো। রাজি না হলে গোপনে ধারণ করা ছবি/ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে আদায় করতো লক্ষাধিক টাকা।

ভিকটিমদের ওই সব ছবি ও ভিডিও সে বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করতো বলেও জানায় র‌্যাব। তার কাছ থেকে দুই শতাধিক নারীর ছবি, ভিডিও সম্বলিত একটি মোবাইল জব্দ করা হয়। অনুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

 

/এআরআর/