লাখে ৬ হাজার টাকা লাভ দেওয়ার প্রলোভনে কোটি টাকা জামানত, আরেকজন গ্রেফতার

লাখে ছয় হাজার টাকা লাভ দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা জামানত নেওয়া ‘মেগা স্যাটেলাইট সিটি লিমিটেডের’ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপি’র উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সালাউদ্দিন আহম্মেদ।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, একটি প্রতারক চক্র ‘মেগা স্যাটেলাইট সিটি লি.’ ও ‘মেগা স্যাটেলাইট ট্রান্সপোর্ট লি.’ নামক কোম্পানির আড়ালে এমএলএম ব্যবসার নামে তিনশ’ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৪ মার্চ উত্তরা পূর্ব থানায় সালাউদ্দিন আহম্মেদকে আসামি করে একটি মামলা হয়।  রবিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতি একটার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও মামলার এজাহারনামীয় অভিযুক্ত ওয়াহেদুল ইসলাম রানা, রেজাউল করিম ও পিংকি আক্তারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত সালাউদ্দিন আহম্মেদকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানুষকে লাখ টাকা জামানতের বিরুদ্ধে ছয় হাজার টাকা লাভ ও জমি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ১২ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় তিনশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘মেগা স্যাটেলাইট সিটি লিমিটেড’ নামে এই প্রতারক চক্র।

গতবছর মেগা স্যাটেলাইটের প্রতারণার ফাঁদে পড়ে এক ভুক্তভোগী লাখে ছয় হাজার টাকার লভ্যাংশের বিনিময়ে প্রায় ৫৯ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে টাকা ফেরত না পেয়ে গত বছরও বনানী থানায় তাদের বিরুদ্ধে একটি তিনি মামলা করেন। এই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তখন এ চক্রের নারী সদস্যসহ পাঁচ প্রতারককে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। তারা হলেন, ওয়াহিদুল ইসলাম রানা, রেজাউল করিম, পিংকী আক্তার, আব্দুর রহমান দাড়িয়া ও জাকির হোসেন।