কাঞ্চনের নামে মামলার বিরুদ্ধে করা রিট আবেদনটি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

একরামুল আহসান কাঞ্চন নামে এক ব্যক্তির বিরুদ্ধে রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর সিন্ডিকেটের ‘হয়রানিমূলক’ ৪৯ মামলা দায়েরের বিরুদ্ধে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে শুনানি করেন আইনজীবী এমাদুল হক বসির। পীরদের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও শেখ ওমর শরীফ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে শেখ ওমর শরীফ বলেন, ‘৪৯ মামলার আসামি একরামুল হক কাঞ্চনের দায়েরকৃত রিট মামলাটি  হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মামলাটি আজ আদেশের জন্য উক্ত বেঞ্চের কার্যতালিকার ২ নম্বরে ছিল। তবে আপিল বিভাগ হাইকোর্টে থাকা মামলাটির ওপর অন্তর্বর্তীকালীন আদেশ ও স্থগিতাদেশ দেওয়ায় হাইকোর্ট মামলাটিতে আর কোনও আদেশ না দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।’

এর আগে দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হওয়ার প্রেক্ষাপটে একরামুল আহসান কাঞ্চন ন্যায় বিচার পেতে এবং এ ঘটনার পেছনে কারা রায়েছেন তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে একরামুলের বিরুদ্ধে হওয়া ৪৯ মামলার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেন। এরপর মামলাকারীদের কয়েকজন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।