পেস্ট সোনাসহ বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রী আটক

শরীরে লুকিয়ে ১ কেজি ১০ গ্রাম ওজনের পেস্ট সোনা দুবাই থেকে নিয়ে এসেছেন বিমানযাত্রী আনোয়ার হোসেন। এছাড়া তার সাথে ছিলো ৪টি সোনার বার এবং ১১০ গ্রাম সোনার অলংকার। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ব্যাগেজ রুলস ভঙ্গে করে চোরাচালানে সম্পৃক্ত থাকায় মোট ১ কেজি ৫৮৪ গ্রাম সোনাসহ ওই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ( প্রিভেন্টিভ ) মো. সানোয়ারুল কবীর বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসে আনোয়ার হোসেন।  শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তল্লাশি করা হয়। তার সঙ্গে ৪টি সোনার পাওয়া যায়, যার ওজন ৪৬৪ গ্রাম। এছাড়া সোনার অলংকার ছিলো ১১০ গ্রাম। পরে তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো সোনা পাওয়া যায় আরও ১০১০ গ্রাম।  আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় প্রেরণ করার হচ্ছে।