সেপ্টেম্বরে বাল্যবিবাহ ১৮৫, ধর্ষণ ১১৭: মহিলা পরিষদ

সেপ্টেম্বর মাসে সারাদেশে ১৮৫টি বাল্যবিবাহ এবং ১১৭ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময়ে ৩৩৮টি কন্যাশিশু এবং ১৮৭ জন নারী নির্যাতনসহ মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এই প্রতিবেদন প্রকাশ করেছে  সংগঠনটি। 

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মোট ৫২৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১১৭ জন, এর মধ্যে ৫৮ জন কন্যাশিশু। কন্যাশিশুদের তিন জন দলবদ্ধ ধর্ষণের শিকার, তিন জনকে  ধর্ষণের পর হত্যা করা হয়। দুই জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এক জন কন্যাশিশুসহ দুই জন শ্লীলতাহানির শিকার হয়েছে। তিন জন কন্যাশিশুসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার হয়। এ সময়ে এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে চার জনের।

মহিলা পরিষদের প্রতিবেদনে আরও  জানায়, চার জন কন্যাশিশু উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ২০ জন কন্যাশিশুসহ ২২ জন অপহরণের ঘটনার শিকার ও দুই জনকে  অপহরণের চেষ্টা করা হয়েছে। নারী পাচারের শিকার হয়েছে চার জন, এর  মধ্যে যৌন পল্লীতে বিক্রি করা হয় দুই জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। এর মধ্যে  পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৭ কন্যাশিশুসহ মোট ৩০ জন। বিভিন্ন কারণে ১০ জন কন্যাশিশুসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া, দুই জন কন্যাশিশুসহ ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৫ জন কন্যাশিশুসহ ৩৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১৯০টি। এর মধ্যে  বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে পাঁচটি। ফতোয়ার ঘটনা ঘটেছে একটি। তিন জন কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে সাত জন।