মিরপুরে নিখোঁজ সাত মেয়ের মধ্যে চার জনের সন্ধান

রাজধানীর মিরপুর এলাকায় সম্প্রতি পৃথক তিনটি ঘটনায় সাত মেয়ে নিখোঁজ হন। এই সাত জনের মধ্যে চার তরুণীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৫ অক্টোবর) তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ চার তরুণীকে উদ্ধার করা হয়েছে। চার জনের মধ্যে দু’জনকে নেত্রকোনা এবং দু’জনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দু’জন গোয়েন্দা হেফাজতে রয়েছেন এবং অন্য দু’জনকেও গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের পর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।

গত শুক্রবার (১ অক্টোবর) বিকালে মিরপুরে জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে দু’জন নিখোঁজ হয়। তার মধ্যে একজন ১৩ বছরের গৃহকর্মী এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী কিশোরী। তারা নিখোঁজ হয় ঘটনার পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি করেন ওই বাসার গৃহকর্তী। আর অন্য দু’জন ৩ অক্টোবর মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হন।

তবে পল্লবী এলাকা থেকে আলোচিত নিখোঁজ তিন ছাত্রীর এখনও সন্ধান মেলেনি।