পরিবার পরিকল্পনার সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক পরিচালক ও সাবেক যুগ্মসচিব ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১০ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ একটি মামলা দায়ের করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, ড. আশরাফুন্নেছা পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম বিভাগের পরিচালক ও আইইসি শাখার লাইন ডিরেক্টর থাকা অবস্থায় ২০১৮ সালের ১৩ মে থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতার অপব্যবহার এবং অসৎ উদ্দেশ্যে ভুয়া ভাউচার তৈরি করে এক কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করেছে।