অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রতারণার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জিল্লুর রহমান জেলিন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মঙ্গলবার (১২ অক্টোবর) মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে বাংলাদেশ পুলিশের র‌্যাংক ব্যাজ, বাংলাদেশ পুলিশের লোগো ও পুলিশ মনোগ্রাম সম্বলিত নিয়ে বিভিন্ন রঙের একটি পুলিশের হাফ শার্ট, বাংলাদেশ পুলিশের মনোগ্রাম সম্বলিত চামড়ার বেল্ট, কালো রঙের টিউনিক ক্যাপ, নেমপ্লেট, পুলিশ একাডেমি সরদার প্রশিক্ষণ সিডিউল ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেন, জিল্লুর রহমান জেলিন নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দাবি করলেও তার কাছে থেকে এসপি পদমর্যাদার র‌্যাংক ব্যাজ উদ্ধার হয়। এছাড়া প্রতারণার মাধ্যমে সে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি পুলিশ কনস্টেবল এর চাকরি দেওয়ার নামে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।  জিল্লুর রহমান পুলিশের কোনও সদস্য নয়। সে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

প্রতারণার মাধ্যমে ১০ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় সোমবার একটি মামলা দায়ের করেন শহীদুল ইসলাম নামে একজন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি সহায়তায় মামলাটির তদন্ত শুরু করে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।