৫ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর খাবার, অনুমোদনহীন লুব্রিকেন্ট উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনব্যাপী চলা অভিযানে এসব জরিমানা করা হয়।

শুক্রবার (২২ অক্টোবর) বিকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বলেন, ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় আসাদ কনজিউমার অ্যান্ড ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা, প্রিমিক্স লুব্রিকেন্টসকে তিন লাখ টাকা, বাংলাদেশ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, চাঁন তারা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৫০ হাজার টাকা ও এশিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১ লাখ টাকা করে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা  করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর খাবার, নকল ও অনুমোদনহীন লুব্রিকেন্ট উৎপাদন মজুত ও বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ২২০ লিটার নকল গ্রিজ, ৩১৫ লিটার নকল মবিল এবং ভেজাল খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়।