শ্যামলীতে মোটরসাইকেল শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬

রাজধানীর শ্যামলীতে ইডেন অটো’স মোটরসাইকেল শোরুমে ডাকাতির মূলহোতা মো. জহিরুল ইসলাম জহিরসহ চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৪ অক্টোবর) সকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে ডাকাত চক্রের সদস্যদের ধরেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গত ১২ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর থানার শ্যামলীতে উত্তরা মোটরসের পরিবেশক ‘ইডেন অটোস’ নামের প্রতিষ্ঠানে ঢুকে দুইজনকে কুপিয়ে টাকা-পয়সা লুট করে নিয়ে যায় একদল ডাকাত। তখন প্রতিষ্ঠানটির ম্যানেজার ওয়াদুদ সজিব (৩৭) ও হেড মিস্ত্রি নূর নবী হাসান (২৬) গুরুতর আহত হন।

ইডেন অটোসের স্বত্বাধিকারী আবুল খালেক জানান, তার প্রতিষ্ঠানের নিচতলায় ওয়ার্কশপ, দোতলায় মোটরসাইকেলের শোরুম। ঘটনার দিন ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ক্যাশ লুট করে নেয়।