মধ্যপ্রাচ্যে পাচার হতে যাওয়া ২৩ নারী উদ্ধার, গ্রেফতার ৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইসঙ্গে নারী পাচারকারী চক্রের সাত সদস্য গ্রেফতার হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাতে র‌্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এই তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়- আজ সারাদিন রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার সাত সদস্য মানবপাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। মূলত মধ্যপ্রাচ্যের ওমান এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী পাচারে কাজ করে আসছিল তারা।

র‌্যাব ৪-এর অধিনায়ক জানান, পাচারের উদ্দেশে থাকা ২৩ নারীকে আজ উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।