সহকর্মীর ছবি এডিট করে পর্ন বানানোর অপরাধে যুবক আটক

এক নারী সহকর্মীর ছবি এডিট করে পর্ন বানানোর অপরাধে রাজধানীর পল্লবী এলাকা থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব-৪। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে র‌্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আটক ব্যক্তির নাম শরিফুজ্জামান সাহেদ খান ওরফে লোহানী বাবু (৩২)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর এক তরুণী অভিযোগ করেন তার সহকর্মী যৌন হয়রানি করছেন। ২০১৭ সাল থেকে একটি প্রজেক্টে তারা এক সঙ্গে কাজ করে আসছিল। একই অফিসে কাজের সুবাদে ২০১৭ সালের অক্টোবরে ভুক্তভোগীর সাথে অভিযুক্ত সাহেদের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে অফিসে বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একইসঙ্গে গায়ে হাত দেওয়াসহ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে যৌন হয়রানি করে। বাঁধা দিলে ক্ষিপ্ত হন এবং অফিসে কাজ করতে দেবে না বলে হুমকি দেয় সাহেদ।

একপর্যায়ে আসামি ভুক্তভোগীর সম্পর্কে অফিসে কর্মরত অন্যান্য সহকর্মীর কাছে কুৎসা রটায় এবং তার চেহারা অন্য পর্ন ছবিতে বসিয়ে দেখায়। জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছে সে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।