মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রুস্তম আলীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রুস্তম আলী (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জে বন্দি ছিলেন।

বুধবার (৩ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পরলে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী এমদাদুল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বেলা ১১টা ৩২ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃত রুস্তম আলীর হাজতি বন্দি নং-৩৯৬৩৮/২১। তার বাবার নাম মৃত মেফর আলী ওরফে শমসের।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ময়মনসিংহের কালিয়ান গ্রাম থেকে রুস্তম আলীকে পুলিশ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার করে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৩