ধর্ষণ মামলার বিষয়ে আদালতের পরামর্শ

প্রগতিশীল নারী সংগঠনগুলোর ‘ক্ষোভ’

ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে ঘটনার ৭২ ঘণ্টা পর পুলিশ যেন মামলা না নেয় আদালতের এমন পরামর্শে ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন দেশের কয়েকটি প্রগতিশীল নারী সংগঠনের নেতারা। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান তারা।

বিবৃতিতে সংগঠনগুলোর সমন্বয়ক ও সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নি শিখা জামালি, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী ফোরামের সহ-সাধারণ সম্পাদক আমেনা আক্তারের নাম উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে ধর্ষণের ক্ষেত্রে দেখা যায়, একশ’টি ঘটনার মধ্যে গড়ে মাত্র ২৩টিতে মামলা হয়। প্রভাবশালীদের দাপটে মামলা ও বিচার অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়। ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে ঘটনার ৭২ ঘণ্টা পর পুলিশ যেন মামলা না নেয়, আদালতের এমন পরামর্শে অর্থ ও ক্ষমতাধারী অপরাধীরা অসহায়-দরিদ্র ভিক্টিমদের ৭২ ঘণ্টা মামলা করতে না দিয়ে পার পেয়ে যেতে পারে। এই নির্দেশনা প্রভাবশালী অপরাধীদের-ই সহযোগিতা করতে পারে।’

তারা বলেন, ‘বাংলাদেশে আইন-আদালতও ক্ষমতা ও অর্থের দাপটে প্রভাবিত হয়। এর আগে বসুন্ধরা গ্রুপের এমডি আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রধান আসামি হওয়া এবং নানা ধরনের সংশ্লিষ্টতা সংবাদ মাধ্যমে আসার পরও পুলিশের চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়।’

নারী সংগঠনগুলোর নেতাদের দাবি, ‘আদালতের এ ধরনের পরামর্শ অর্থ ও ক্ষমতাধারী অপরাধীরা তাদের নিজেদের স্বার্থে অপব্যবহার করার সুযোগ পাবে।’

তারা ‘অসহায়, দরিদ্র, প্রত্যন্ত অঞ্চলসহ সামগ্রিকভাবে সব নিপীড়িত নারীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে—এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই নির্দেশনা পরিত্যাগ করার অনুরোধ’ জানান বিবৃতিতে।

প্রসঙ্গত, গতকাল (১১ নভেম্বর) বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামির সবাইকে খালাস দেন। পরে পর্যবেক্ষণে ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে ঘটনার ৭২ ঘণ্টা পর পুলিশ যেন মামলা না নেয় এমন পরামর্শ দেন আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় এই পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল।