কুমিল্লার ঘটনায় পুলিশের অবহেলা আছে কিনা তদন্ত চলছে: ডিএমপি কমিশনার

দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা আছে কিনা এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর এফডিসিতে একটি ছায়া সংসদ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, `আমাদের দেশের সামাজিকীকরণ প্রক্রিয়া অসাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়া হয় না। তাই আমরা যথাযথভাবে দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে পারছি না। ফলে বিভিন্ন সময়ে সমাজের কেউ কেউ সাম্প্রদায়িক সংঘাতে জড়িয়ে পড়ছে। পুলিশি তদন্তে দেখা যায় রামু ও নাসিরনগরের ঘটনায় স্থানীয়ভাবে সক্রিয় সকল রাজনৈতিক দলের কর্মীরা জড়িত ছিল। 

কুমিল্লার ঘটনায় কোনও রাজনৈতিক ইন্ধন আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, `পুলিশের কোনও কর্মকর্তার অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে তবে আপাতত দেশে কোথাও সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি নেই।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।