বাড্ডায় আইএফআইসি ব্যাংকে ডাকাতির সময় গ্রেফতার ৩

রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের একটি শাখায় ডাকাতির সময় তিন জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম মাসুদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন জন হলো– রুবেল, হৃদয় ও মামুন। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৩১।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) জানান, আজ ভোররাতে বাড্ডার আইএফআইসি ব্যাংকের সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন প্রবেশ করে। সে শাবল দিয়ে একটি ভোল্ট ভেঙে ফেলে। ঘটনাটি আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেখানকার কর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

নূরে আলম মাসুদ সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৯৯৯ নম্বর থেকে থানায় খবর পাওয়ার পর আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই জনকে গ্রেফতার করা হয়।’