একাত্তরের মানবতাবিরোধী অপরাধ

সাক্ষীদের হুমকি দেওয়ায় আমজাদ মোল্লার জামিন বাতিল

শর্ত ভাঙায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলার আসামি যশোরের আমজাদ মোল্লার জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন পক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

তিনি ট্রাইব্যুনালকে জানান, শর্ত সাপেক্ষে জামিন পাওয়া সত্ত্বেও সাক্ষীদের বিরুদ্ধে আসামি আমজাদ মোল্লা ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সাক্ষীদের হুমকিও দিচ্ছে। আমজাদ মোল্লার ছেলে আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে যশোরের প্রেমচারার জাহিদুল ইসলাম, মহাসীন বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাস, এরশাদ হোসেন, ইলিয়াস হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন হুমকি দিচ্ছে সাক্ষীদের। তারা বলছে, ঢাকায় সাক্ষী দিতে গেলে তাদের মেরে ফেলা হবে। এ ঘটনায় হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় একাধিক জিডিও করা হয়েছে।

এসময় আসামির জামিন বাতিলসহ সাক্ষীদের নিরাপত্তা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানান প্রসিকিউটর চমন।

এ ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী বাঘারপাড়ার ডাক্তার বিএম রহুল আমিন, খলিলুর রহমান ওরফে খোকন বিশ্বাস, এহিয়ার রহমান, ইসাহক মোল্লা, হক মোল্লা, আলা উদ্দিন বিশ্বাস ও রকিব উদ্দিন ওরফে রতন বিশ্বাস তাদের লিখিত আবেদনে হুমকির নানা বিষয় উল্লেখ করেছেন। সেটাও ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

পরে আবেদনগুলো আমলে নিয়ে আসামি আমজাদের জামিন বাতিলের আদেশ দেন ট্রাইব্যুনাল।