সংসদীয় কমিটিতে আজও উঠছে না শিল্পকলার দুর্নীতির প্রতিবেদন

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নিয়মবহির্ভূত কার্যক্রমের তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার সংসদীয় কমিটিতে জমা হচ্ছে না। শিল্পকলায় অডিট কার্যক্রম ‘চলমান’ থাকায় তদন্ত শেষ করতে পারেনি মর্মে কমিটিকে জানানো হবে। এজন্য সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সময় চাওয়া হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠেয় সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

কার্যপত্র সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন দিতে না পারার বিষয়ে সংসদীয় কমিটির কাছে সময় চাওয়ার বিষয়ে কমিটিতে যে যুক্তি উপস্থাপন করবে তা হলো,  বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিরুদ্ধে কমিটির সদস্যদের কাছে পাঠানো লিখিত অভিযোগসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত আর্থিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত ১১টি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয় এবং অবশিষ্ট আটটি অনিয়মের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য অতিরিক্ত সচিব মনিরুল আলমকে দায়িত্ব প্রদান করা হয়। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বর্তমানে নিরীক্ষা কার্যক্রম চলমান থাকায় তদন্ত কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি উল্লেখ করে মন্ত্রণালয় পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সভাপতির অনুমতি চাওয়া হবে।

গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে শিল্পকলা একাডেমির ডিজির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের সুপারিশ করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন দিতে বলে সংসদীয় কমিটি। তবে এরই মধ্যে ৩১ অক্টোবর কমিটি আরেকটি বৈঠক করলেও সেখানে কোনও প্রতিবেদন দেয়নি মন্ত্রণালয়। সর্বশেষ ৪ নভেম্বর মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন করে। একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ হিসেবে গত ২৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ সময় ছিল।

মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি  সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির পক্ষ থেকে ডকুমেন্ট চেয়ে একাডেমিকে চিঠি দেওয়া হলে একাডেমিতে নিরীক্ষা চলছে উল্লেখ করে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত সময় চাওয়া হয়েছে। যার কারণে মন্ত্রণালয়ও কমিটির কাছে সময় চেয়েছে। অবশ্য একাডেমি সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর নিরীক্ষা শেষ হয়েছে।