নথি জালিয়াতির ঘটনায় রিটকারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ

প্রায় ৭ হাজার একর সরকারি জমি দখলের জন্য জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করার অভিযোগে একাধিক রিট দায়েরকারী শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

অমিত দাশ গুপ্ত জানান, শহীদুল ইসলাম লিটন কক্সবাজারে ৭ হাজার একর জমি দখলের জন্য জাল কাগজ, মন্ত্রণালয়ের সিল জালিয়াতি, তথ্য গোপন করে একাধিক রিট দায়ের করেন। বিষয়টি আদালতের নজরে আসায় আদালত তার বিরুদ্ধে মামলা করার আদেশ দিলেন।