শিবির সন্দেহে গুজব ছড়িয়ে আবরারকে হত্যা করা হয়: আদালত

শিবির সন্দেহে গুজব ছড়িয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়। আসামিদের উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে ঢাকার দ্রুত বিচারক ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাক্ষীদের সাক্ষ্য, বিভিন্ন তথ্য উপাত্ত, আলামতসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে দেখা যায়, আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির বলে গুজব ছড়িয়ে আসামিরা পরস্পর যোগসাজশে হত্যা করে। তার শরীরে ৪০-৫০টি যখম ছিল, যা বিচার্য বিষয় ছিল। এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

রায়ের বিষয়ে আরও জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন...

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

রায়ে সন্তোষ প্রকাশ আবরারের বাবার, দ্রুত কার্যকরের দাবি