পাকস্থলীতে ইয়াবা, বিমানবন্দরে যাত্রী আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সঞ্জয় মজুমদার (৩২) নামের যাত্রীর কাছ থেকে ২ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সঞ্জয় মজুমদার (৩২) নামের এই যাত্রী নভোএয়ারের ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসেন। তাকে সন্দেহ হওয়ায় বিমানবন্দর আর্মড পুলিশ জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। সঞ্জয় মজুমদারের গ্রামের বাড়ি  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, সঞ্জয় মজুমদারকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এসময় অভিযুক্ত সঞ্জয় জানান, তিনি কক্সবাজারের শফিকের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন। ঢাকার মো. আরমান নামে ব্যক্তির কাছে এই ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কথা ছিল। এরপর এক্সরে করে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এরপরে অভিযুক্ত নিজেই প্রাকৃতিক কার্যের মাধ্যমে ইয়াবা বের করে দেন। আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।