প্রশ্ন ফাঁস: বুয়েট শিক্ষক নিখিল রঞ্জনকে কারণ দর্শানোর নোটিশ

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্তে নাম আসা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি পাওয়া অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। নোটিশে তার বিরুদ্ধে কেনো অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি জানান।

অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা তাকে (নিখিল রঞ্জন ধর) কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। যার সময়সীমা ৭ দিন। পরে বিষয়টি সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা সিন্ডিকেটে যাবে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।