চা-দোকানিকে পুড়িয়ে হত্যা

শাহ-আলী থানার ওসি প্রত্যাহার

চা-দোকানি বাবুল মাতুব্বরমিরপুরের শাহ-আলীতে চা-দোকানি বাবুল মাতুব্বরকে(৫০)পুড়িয়ে হত্যার একদিন পর ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার তাকে প্রত্যাহার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাতে পুলিশের উপস্থিতিতে শাহ-আলীর গুদারাঘাট এলাকায় বাবুল মাতুব্বর নামের ওই চা-দোকানিকে চুলার আগুন গায়ে দিয়ে দেয় পুলিশের সোর্স। এতে বাবুলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে রোকসানা একটি মামলা করেছেন। তবে তাতে পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ উল্লেখ করা হয়নি। এ ঘটনায় জড়িত পাঁচ পুলিশকে সাময়িক বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। নিহত বাবুলের গ্রামের বাড়ি ভোলা জেলায়।

/এআরআর /এএইচ /