আনসারুল্লাহর পাঁচ সদস্যকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর

আদালতআনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন পাঁচ সদস্যকে পৃথক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এর আদালত। আজ সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানি শেষে সন্ত্রাসবিরোধী ও পুলিশের কাজে বাধা দেওয়ায় দুই মামলায় আসামি শাহিন আলম ও শাহ আলমকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামি মোহাম্মাদ হানিফের একদিন এবং মুশফিকুর রহমান ও গাজী মাহামুদ উল্লাহর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ ( ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাড্ডা এলাকার জিএমবাড়ি সাঁতারকুল এলাকায় আটক এক জঙ্গিকে নিয়ে অভিযান চালাতে গেলে অতর্কিত হামলা চালায় তার সহযোগীরা। এ ঘটনায় রাজধানীর বাড্ডা এলাকার জঙ্গি আস্তানা থেকে তাদের আটক করা হয়।
/টিএইচ/এএইচ/