রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতাররাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের একটি বাড়ির ছাদ থেকে ৬টি ককটেল, ১৭টি পেট্রোলবোমা, ৩টি বই ও ১২টি লিফলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম তোফাজ্জল হোসেন ওরফে তাতাল মানিক। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিরপুর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় (নম্বর ৫৩)  শফিউদ্দিন ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার মধ্য পীরেরবাগের ৮৫/৪ নম্বর বাড়ির ছাদের ওপরে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ী গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে অস্ত্রব্যবসায়ী তোফাজ্জল হোসেন ওরফে তাতাল মানিককে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মানিক দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছেন।
/এআরআর/এমএনএইচ/