স্ত্রী হত্যা মামলায় স্বামীর ১০ বছর কারাদণ্ড

আইন-আদালতস্ত্রী হত্যা মামলায় স্বামী আতিফ আমির হককে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ আগস্ট উত্তরা পশ্চিম থানাধীন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা তাসনিম হোসেন তৃণাকে তার স্বামী আতিফ আমির হক তার নিজ  বাসায়  হত্যা করেন। পরবর্তী সময়ে তৃণার  বাবা জাহিদ হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৭ আগস্ট পুলিশ আতিফ আমির হককে গ্রেফতার করে।
ওই  বছরে ২০ নভেম্বর আসামির বিরুদ্ধে ২২ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবু আব্দুল্লাহ ভুঞা।
/টিএইচ/এমএনএইচ/