জেলে যাওয়ার তিন ঘণ্টার মাথায় ফখরুলের জামিন

মির্জা ফখরুলজেলে পাঠানোর তিন ঘণ্টায় মাথায় জামিন পেয়েছেন বিএনপির সদ্য ঘোষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে জামিন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে দুপুরে পল্টনে নাশকতার মামলায় ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত এ আদেশ দেন। দুপুর ১টা ৫ মিনিটে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি জামিনে ছিলেন। এদিন আদালতে তার হাজিরার তারিখ নির্দিষ্ট ছিল।
২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
/এসটিএস/এজে/