ফের ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান


আদালতে শফিক রেহমানপ্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকা মহানগর মুখ্য হাকিম মো. মাহমুদুল হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহাকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত এই রিমান্ড আবেদন করেন।পরে আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ‘গত পাঁচ দিনে শফিক রেহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামালার তদন্তের স্বার্থে এবং জয়কে হত্যার চেষ্টায় আরও কারা যুক্ত ছিলেন, সে সব তথ্য বিস্তারিত জানার জন্য এই আরও সাতদিনের রিমান্ড প্রয়োজন।’
এদিকে, শফিক রেহমানের আইনজীবী মো. জয়নুল আবেদিন মেজবাহ ও মো. সানাউল্লাহ মিয়া তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করেন।

 আরও পড়তে পারেন: গ্রেফতারের পর শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

গত ১৬ এপ্রিল (শনিবার) সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার  করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

উল্লেখ্য,২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেন তদন্তকারী কর্মকর্তা। এ কারণে তাকে গ্রেফতার করে ডিবি। 

/এসএইচটি/এনএস/এমএনএইচ/