দ্য হিমালয়ান টাইমস

৭ মে নীতি ও কর্মসূচি উত্থাপন করবেন প্রেসিডেন্ট

আগামী ৭ মে সংসদীয় আইন-সভার সামনে সরকারের নীতি ও কর্মসূচি উত্থাপন করবেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। এর আগে ৪,৫ ও ৬ মে অনুষ্ঠিত হবে বাজেট পূর্ববর্তী আলোচনা। এ নিয়ে আজকের শিরোনাম করেছে হিমালয়ান টাইমস।

সংবাদে বলা হয়, স্পিকার অনসারি ঘারতি মাগার জানান, চিফ হুইপের সঙ্গে আলোচনা করেই এই দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

হিমালয়ান টাইমসের প্রথম পাতা

এদিকে, নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের সাংসদরা দাবি করেছেন, সরকারের নীতি উত্থাপনের আগে দেশের জাতীয় সমস্যা, যেমন- ভূমিকম্পে আক্রান্ত মানুষের সংকট, কালোবাজারি, কৃত্রিম খাদ্য সংকট ইত্যাদি নিয়ে আলোচনা করা জরুরি। তাই তারা এই তারিখ কিছুদিন পিছিয়ে দেওয়ার আহ্বান জানান।

সূত্র জানায়, প্রেসিডেন্ট আগামী ৯ মে চারদিনের সফরে ভারত যাবেন বলে এই তারিখ আর পেছানো সম্ভব নয়।

স্পিকারের প্রেস উপদেষ্টা বাবিন শর্মা জানান, মঙ্গলবার দুই দফায় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে।প্রথম দফায় স্পিকার প্রেসিডেন্টের লিখিত পত্র পাঠ করবেন, দ্বিতীয় দফায় অর্থমন্ত্রী বাজেট পূর্ববর্তী আলোচনা উত্থাপন করবেন।

এরপর আগামী ১৩ মে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সাংসদদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।    

/ইউআর/