টাইমস অব ইন্ডিয়া

দেউলিয়া ব্যক্তির প্রার্থিতা বাতিলের পথে ভারত

ভারতের সংসদের এথিকস কমিটি পলাতক মদ ব্যবসায়ী বিজয় মালায়াকে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেছে। এই সুপারিশ থেকেই দেউলিয়া ব্যক্তিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে না- এমন আইন প্রণীত হতে পারে। এ নিয়ে আজকের একটি প্রধান শিরোনাম করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা

সংবাদে বলা হয়, বিজেপির সাংসদ ভুপেন্দ্র যাদবের নেতৃত্বে দ্য জয়েন্ট কমিটি অব ইনসলভেনসি অ্যান্ড ব্যাংকরাপসি বিল উত্থাপন করা হয়। এই বিলে বেশকিছু অযোগ্যতার মাপকাঠি সুপারিশ করা হয়।এর মধ্যে একটি হচ্ছে দেউলিয়া ব্যক্তি স্থানীয় ও জাতীয় কোন পর্যায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

এই বিলটি সংসদের চলমান আধিবেশনে সরকার কর্তৃক গৃহীত হলে যে কোন দেউলিয়া ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবেন।

শুধু তাই নয়, ওই বিল অনুযায়ী, কোন দেউলিয়া ব্যক্তি সরকারি চাকুরি করা এবং কোন ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি হওয়ার ক্ষেত্রেও অযোগ্য বলে বিবেচিত হবেন।

 

/ইউআর/