হিমালয়ান টাইমস

স্বামীর সম্পত্তির অংশ দাবি করতে পারবেন না স্ত্রী

নেপালের সংসদের আইন বিভাগের এক উপ-কমিটি নতুন এক বিল উত্থাপন করতে যাচ্ছে। নিউ সিভিল কোড ২০১৫ নামের এই বিলে নারীর সম্পত্তির অধিকারে কিছু পরিবর্তন আসতে পারে। এই বিলের প্রস্তাব অনুযায়ী স্ত্রী স্বামীর সম্পত্তির অংশ দাবি করতে পারবেন না।এই নিয়ে আজকের প্রধান শিরোনাম করেছে হিমালয়ান টাইমস।

হিমালয়ান টাইমসের প্রথম পাতা

এই উপ কমিটির প্রধান নেপালি কংগ্রেসের সাংসদ রাধেশ্যাম অধিকারী জানান, এই বিষয়ে এখনও একমত হতে পারেননি কমিটির সদস্যরা। তিনি বলেন, ‘নতুন এই বিল সম্পত্তির অধিকারে বৈষম্য হ্রাস করবে। কেননা, পিতার সম্পত্তিতে পুত্র ও কন্যার অধিকার রয়েছে।সে ক্ষেত্রে কন্যাসন্তান পিতা ও স্বামী- দু’জনের কাছ থেকেই সম্পত্তি পাচ্ছে।’

আরও পড়ুন: নদী শুকিয়ে যাওয়ার জন্য নারীর 'অশোভন পোশাক' দায়ী!

রাধেশ্যাম অধিকারী আরও জানান, প্যানেল সদস্যরা স্বামী-স্ত্রীর যৌথভাবে অর্জিত সম্পত্তিতে উভয়ের অধিকার পাওয়ার বিষয়টি বিবেচনায় রাখবেন ও সে জন্য সুপারিশ করবেন।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট নির্মলা ভাণ্ডারী বলেন, এই বিল পাশ হলে সম্পত্তির জন্য বিবাহ বিচ্ছেদ চাওয়ার হারও কমবে।

/ইউআর/