ডন

‘কোন চুক্তি ভঙ্গ করেনি পাকিস্তান’

পাকিস্তান দাবি করেছে, তোরখাম সীমান্তে ফটক নির্মাণের ক্ষেত্রে কোন চুক্তি ভঙ্গ করেনি পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে এ কথা দাবি করা হয়। এ নিয়ে আজকের একটি শিরোনাম করেছে ডন।

Cap

পাকিস্তানের দাবি অনুযায়ী, দুই রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করেছেন।প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সংসদে বলেন, সীমান্তে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা দুই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।এর প্রথম পদক্ষেপ হিসেবেই তোরখামে এই ফটক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইয়াজিদিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা বাস্তবায়ন করছে আইএস

তিনি আরও জানান, পাকিস্তানের দিক থেকে কোন নিয়মভঙ্গ করা হয়নি। আফগানিস্তান কর্তৃপক্ষ জিরো লাইনে ফটকের নির্মাণ কাজ শুরু করার অনুমোদন দিয়েছে পাকিস্তানকে।

মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেন, ‘আমরা(পাকিস্তান) বলি আফগানিস্তান থেকে জঙ্গিরা প্রবেশ করে, আফগানিস্তানও দাবি করে পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে জঙ্গি।ফলে সীমান্ত নিয়ন্ত্রণ উভয়পক্ষের স্বার্থেই অত্যন্ত জরুরী।’

 

/ইউআর/