দ্য নিউইয়র্ক টাইমস

বন্দুক হামলার ভয়াবহতায় মিউনিখ যখন ‘মৃত অথবা পঙ্গু’

nonameমিউনিখে ৯ জনকে হত্যার পর একজন বন্দুকধারীর আত্মঘাতী হওয়ার আলোচিত ঘটনাকেই শনিবারের প্রধান শিরোনাম করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
প্রতিবেদনের শুরুতেই তারা সংঘটিত হামলা সম্পর্কে তথ্য দিয়েছেন। হামলাকারীর আত্মহত্যার কথাও জানিয়েছে তারা।  
প্রতিবেদনে পুলিশি ভাষ্য, প্রত্যক্ষদর্শীদের মতামত এবং বিভিন্ন গুজবের প্রসঙ্গ যুক্ত করেছে নিউ ইয়র্ক টাইমস।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী বন্দুকধারী। সবমিলে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিউনিখে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিউনিখ কর্তৃপক্ষ।
/বিএ/