দ্য নিউ ইয়র্ক টাইমস

অস্ত্র দিয়ে হিলারিকে থামানোর আহ্বান ট্রাম্পের

05যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষ হিলারি ক্লিনটনকে ঠেকাতে সমর্থকদের নিজেদের ‘অস্ত্র ব্যবহারের অধিকার’কে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

৯ আগস্ট ২০১৬ মঙ্গলবার আগ্নেয়াস্ত্র অধিকারকর্মীদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘হিলারি সংবিধানের দ্বিতীয় সংশোধনী বিলুপ্ত করতে চান। নির্বাচিত হলে যদি তাকে বেছে নিতে হয়, তিনি তার পছন্দের বিচারকই বেছে নেবেন। আপনারা কিছুই করতে পারবেন না। তবে এখানে দ্বিতীয় সংশোধনীর পক্ষের লোকজন থাকতে পারেন।’ তিনি বলেন, ‘আমি বলতে পারি, সেই দিনটি হবে এক ভয়াবহ দিন।’

ট্রাম্প আরও বলেন, আগ্নেয়াস্ত্র ব্যবহারের অধিকার কাজে লাগিয়ে তার সমর্থকরা ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে ঠেকাতে পারেন। ট্রাম্পের এই বক্তব্য ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, তার বক্তব্য সহিংসতায় উসকানি দেওয়ার কাজ করেছে। কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি বলেছেন, ‘কে জানে, ডোনাল্ড ট্রাম্প হয়তো তার সমর্থকদের হিলারিকে গুলি করার নির্দেশনাটাই দিয়ে রেখেছেন।’

হিলারি শিবির ট্রাম্পের মন্তব্যকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট প্রার্থী কোনওভাবেই সহিংসতায় উসকানি দিতে পারেন না। হিলারি শিবিরের মুখপাত্র রবি মুক বলেন, ‘একজন ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন, তিনি কোনওভাবেই সহিংসতার পক্ষে সুপারিশ করতে পারেন না।’ 

ট্রাম্প শিবির থেকে ট্রাম্পের বক্তব্যে সহিংসতায় উসকানি বা হিলারিকে ‘গুপ্তহত্যা’র ইঙ্গিত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছেন, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী আসলে আগ্নেয়াস্ত্র অধিকারকর্মীদের ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনতে বলেছেন।

উল্লেখ্য, মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে মার্কিন নাগরিকদের আগ্নেয়াস্ত্র ক্রয় ও বহনের বৈধতা দেওয়া হয়। হিলারি তার নির্বাচনী প্রচারণায় বলেছেন, নির্বাচিত হলে তিনি সুপ্রিম কোর্টের মাধ্যমে ওই সংশোধনী বাতিল ঘোষণা করবেন।

/এমপি/