চায়না ডেইলি

নিম্নমুখী প্রবণতার চাপে এখনও অর্থনীতি

চীনে জুলাই মাসে স্থাবর সম্পদে  বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ দুর্বল হয়ে পড়েছে। এ প্রবণতা প্রমাণ করে চীনের অর্থনীতিতে এখনও নিম্নমুখী প্রবণতার চাপ রয়েছে। শুক্রবার দেশটির পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। শনিবার দেশটির অন্যতম দৈনিক পত্রিকা চায়না ডেইলি খবরটি অন্যতম শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

চায়না ডেইলির খবরে বলা হয়েছে, স্থাবর সম্পদে বিনিয়ে প্রথম সাত মাসে মাত্র ৮.১ শতাংশ বেড়েছে। প্রথম ছয়মাসের তুলনায় তা বেড়েছে ৯ শতাংশ।

বেসরকারিভাবে এ খাতে  প্রথম সাত মাসে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ১ শতাংশ। যা গতবছরের জানুয়ারি-জুন সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কম।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিকস (এনবিএস) এর মুখপাত্র শেং লাইয়ুন জানান, এ খাতে বিনিয়োগ দুর্বল হয়ে পড়া দেশ ও বিদেশে অর্থনীতির নিম্নমুখীতার ইঙ্গিত। জুলাই মাসে বন্যা ও উচ্চ তাপমাত্রার কারণেও এ খাতে বিনিয়োগ প্রভাবিত হয়েছে।

তিনি বলেন, দেশের আভ্যন্তরীন অর্থনীতি কাঠামোগত সমন্বয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এটা আরও কিছুদিন চলবে।

মুখপাত্র মনে করেন, বেসরকারি খাত বিনিয়োগে সমস্যার মুখোমুখি হচ্ছে এবং কর্তৃপক্ষের উচিত বেসরকারি বিনিয়োগের নীতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা।

এনবিএস এর তথ্য অনুসারে, জুলাই মাসে চীনের খুচরা বিক্রয় ১০ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। জুন মাসের তুলনায় তা ১০ দশমিক ৬ শতাংশ কম। সূত্র: চায়না ডেইলি।

/এএ/