ডন

ধীর গতির এনএপি বাস্তবায়ন নিয়ে সেনাপ্রধানের অসন্তোষ

সন্ত্রাসবিরোধী অভিযান ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি) বাস্তবায়নের ধীরগতির কারণে প্রকাশ্যে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। শুক্রবার সেনা সদর দফতরে নিরাপত্তা বিষয়ক বিশেষ সভায় এ অসন্তোষ প্রকাশ করেন দেশটির সেনা প্রধান। শনিবার দেশটির অন্যতম দৈনিক পত্রিকা ডন খবরটি প্রধান শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।

পাকিস্তান সেনাবাহিনী পাঞ্জাব প্রদেশে বিশেষ সেনা অভিযান শুরু করেছে। এ অভিযানের মূল লক্ষ্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়া গ্রুপ জামায়াতুল আহরারকে নিশ্চিহ্ন করা। সেনা প্রধান মনে করেন, এনএপি বাস্তবায়নের ধীরগতির কারণে সেনা অভিযানের সাফল্য হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, এনএপির সাফল্য আমাদের অভিযানের মূল লক্ষ্য। কিন্তু এটা বাস্তবায়নের ধীরগতির কারণে সেনা অভিযানের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ইন্টার-সার্ভিসে ইন্টেলিজেন্স (আইএসআই) এর পরিচালক জেনারেল লেফটেন্যান্ট রিজওয়ান আখতার, ১০ কোর এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মালিক জাফর ইকবাল এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা।

রাজনীতিবিদ ও সামরিক নেতারা এনএপি বাস্তবায়নের ধীরগতি নিয়ে সমালোচনার মাত্র দুদিনের মাথায় সেনাপ্রধানও নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন। সেনাপ্রধানের এ বক্তব্যের ফলে দেশটির সেনাবাহিনী সরকারের পদক্ষেপ নিয়ে অসন্তুষ্টির ইঙ্গিত দেয়। সূত্র: ডন।

/এএ/