ডন

আফগানিস্তানে জিম্মি কর্মকর্তারা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন

ডনের প্রথম পাতা

এ মাসের শুরুতে হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর আফগান তালেবানদের হাতে জিম্মি হওয়া পাঞ্জাব সরকারের ছয় কর্মকর্তা নিরাপদে পাকিস্তানে ফিরে এসেছেন।শনিবার পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে আজকের একটি প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজ। 

ওই বিবৃতিতে বলা হয়, ‘জিম্মি কর্মকর্তারা আজ নিরাপদে ইসলামাবাদ পৌঁছেছেন।’

মুক্তি পাওয়া ওই কর্মকর্তারা হলেন, ক্যাপ্টেন সফদার হোসেন (প্রধান চালক) ক্যাপ্টেন সফদার আশরাফ, ক্যাপ্টেন মোহাম্মদ শফিক-উর-রহমান, নাসির মাহমুদ, মুহাম্মদ কাউসার এবং সেরগেই সেভাস্তিয়ানভ(রাশিয়ান অভিযাত্রী)।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কর্মকর্তারা সবাই সুস্থ আছেন।

তারা গত ৪ অগাস্ট এমআই-১৭ হেলিকপ্তারে রাশিয়া অভিমুখে যাত্রা করার সময় কারিগরি ত্রুটির কারণে আফগানিস্তানের তালেবান অধ্যুষিত লগার প্রদেশে জরুরি অবতরণ করতে বাধ্য হন। সে সময় হেলিকপ্তারে আগুন ধরে যায়। হেলিকপ্টারটি পেশওয়ার থেকে যাত্রা শুরু করে উজবেকিস্তানে একটি বিরতি নিয়েছিলো।

জিম্মিদের মুক্তির জন্যে পাকিস্তান ও রাশিয়া সরকার যৌথভাবে পদক্ষেপ নেয়।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া জানান, আফগান সরকার এই জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।  

/ইউআর/