ডন

শেল হামলা করে এলওসি ভেঙ্গেছে ভারত

ডনের প্রথম পাতা

পাকিস্তানের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় বাহিনী হাভেলি জেলার নেজাপুর সেক্টরে শেল নিক্ষেপ করে অস্ত্রবিরতি ভঙ্গ করেছে ও এলওসি লঙ্ঘন করেছে। এই নিয়ে আজকের একটি প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন নিউজ।

ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের এক বিবৃতিতে বলা হয়, ‘রাত ২টা নাগাদ ভারতীয় বাহিনী শেল নিক্ষেপ শুরু করে। মর্টার ও আর্টিলারি সহ সকল প্রকার ভারী অস্ত্র ব্যবহার করে তারা।’   

বিবৃতিতে আরও বলা হয়, ‘সকাল সাড়ে ৮টা পর্যন্ত শেল নিক্ষেপ অব্যাহত থাকে। এলওসির নিকটবর্তী ঘরবাড়িতে শেল নিক্ষেপ করা হয়। তবে এতে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।’

অন্যদিকে, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ভারতীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘পাকিস্তানের পক্ষ থেকেই আগে গুলি করা হয়েছে।’

ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন আরও জানায়, এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান আর্মি ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস হটলাইনে ভারতের সঙ্গে যোগাযোগ করেন ও শেল হামলার প্রতিবাদ জানান।

পিটিআই জানায়, ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীশ মেহতা বলেছেন, ‘পাকিস্তান আগে আক্রমণ চালিয়েছে। আমাদের জওয়ানরা তার যথাযথ জবাব দিয়েছে মাত্র।’   

প্রসঙ্গত, ২০০৩ সালে ভারত ও পাকিস্তান এক চুক্তির মাধ্যমে এলওসি বা লাইন অব কন্ট্রোল নির্ধারণ করে। সে সময় অস্ত্রবিরতি চুক্তিও সম্পাদিত হয়। যদিও তখন থেকে এই চুক্তি ভঙ্গ হয়ে আসছে।      

/ইউআর/